ইসরায়েল-ফিলিস্তিন: রাফাহ ক্রসিং থেকে খাবার, ওষুধ আর কফিন নিয়ে গাজার খান ইউনিসের পথে ট্রাক বহর

রাফাহ ক্রসিং দিয়ে ট্রাক ঢুকছে গাজায়

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান,

রাফাহ ক্রসিং দিয়ে ট্রাক ঢুকছে গাজায়

খাবার, পানি ও জরুরি ওষুধ নিয়ে মিসর থেকে গাজায় ২০টি ট্রাক প্রবেশের পর সেগুলো এখন খান ইউনিস শহরে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকগুলো খাবারের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম থাকলেও জ্বালানি সরবরাহ করা হচ্ছে না।

বহু আলোচনার পর শনিবার রাফাহ ক্রসিং খুলে দেয়া হয়। তবে ২০টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছিল ইসরায়েল।

এসব ট্রাক প্রবেশের পরেই আবার ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে।

ট্রাক চলাচল করার জন্য ক্রসিং খুলে দেয়ার সাথে সাথে দুই প্রান্তের মানুষকেই উল্লাস করতে দেখা যায়। গাজার ভেতরে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য এই ক্রসিং হয়ে ত্রাণ প্রবেশ করা জরুরি ছিল।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *