২৮শে অক্টোবর : অনুমতি পেলো বিএনপি-আওয়ামী লীগ, আর অনুমতি ছাড়াই সমাবেশের ডাক জামায়াতের

ঢাকার একটি সমাবেশের দৃশ্য। (ফাইল ফটো)।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

ঢাকার একটি সমাবেশের দৃশ্য। (ফাইল ফটো)।

বাংলাদেশের ঢাকায় শনিবারের মহাসমাবেশের জন্য বিরোধী দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগকে তাদের নির্ধারিত জায়গাতেই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

যদিও অনুমতির বিপরীতে শান্তিপূর্ণ সমাবেশের জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে বলা হয়েছে বলে এক প্রেস ব্রিফিং এ জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডঃ খ মহিদ উদ্দিন।

তবে জামায়াতে ইসলামীকে ঢাকা মহানগর পুলিশ মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি না দিলেও দলটি সন্ধ্যায় এক বিবৃতিতে তাদের ঘোষিত ‘মহাসমাবেশ সফল করতে’ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছে।

ওদিকে অনুমতি পাওয়ার পরপরই বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগ বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছে। এর আগে শুক্রবার বিকেলে উভয় দলের মঞ্চ নির্মাণের প্রস্তুতি বন্ধ করে দিয়েছিলো পুলিশ।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *