বিএনপি-জামায়াত ঘোষিত তৃতীয় ধাপে ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকালে পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত।
এদিন সকাল ৭টায় দলটির কাফরুল অঞ্চলের নেতাকর্মীরা মিরপুর ১৩নং এলাকায় রাস্তা অবরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা ডা. ফখরউদ্দিন মানিক, টুটুল, আলাউদ্দিন মোল্লা, সালাউদ্দিন মাহমুদ, মাহমুদউল্লাহ রিয়াদ, শ্রমিক নেতা মিজানুর রহমান, মুসআব মুহাইমিন, আতিক হাসান, আশিক, আলী হাসান, আশিকুর রহমান, গোলাম রাব্বানী, আনিস, জাকির ও পরশ প্রমুখ।
এদিকে ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকারের নেতৃত্বে গুলশান-তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য নোমান আহমেদি, এম আব্দুল্লাহ, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ ও ফরিদ আহমেদ প্রমুখ।
এ ছাড়া রাজধানীর পল্লবী, উত্তরা, মোহাম্মদপুর, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী বিক্ষোভ মিছিল পিকেটিং করেন দলটির নেতাকর্মীরা।