যশোর কারাগারে ফাঁসির আসামীর মৃত্যু             

jessore karagar

যশোর কেন্দ্রীয় কারাগারে মঞ্জুরুল ইসলাম মালিক ওরফে লিপু (৫৪) নামে এক ফাঁসির কয়েদির মৃত্যু হয়েছে। যার কয়েদি নং-৩৩৫/০৯।

তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের রেলপাড়া এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে। কারাগার সূত্র জানায়, ২০০৯ সালে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার বাসিন্দা কাপড় ব্যবসায়ী হাবিবুর রহমানের স্ত্রী রিনা আক্তার ও তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে আয়েশা খাতুনকে জবাই করে হত্যা লিপু। হত্যার অভিযোগ একই দিনে চুয়াডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।

২০১০ সালের ১৬ জানুয়ারি লিপুকে অভিযুক্ত করে আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এরপর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। সেখানে ১১ নভেম্বর ভোরে অনুস্থ হয়ে পড়ে লিপু। কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে যশোর করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *