রাজনীতি: তফসিল ঘোষণার দিন গণমিছিলসহ আন্দোলন কর্মসূচি নির্বাচন প্রক্রিয়ায় কতটা চাপ তৈরি করবে?

তফসিল ঘোষণার দিনকে সামনে রেখে কর্মসুচি দিচ্ছে বিরোধী দলগুলো।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

নির্বাচনের তফসিল ঘোষণার দিনকে সামনে রেখে নানা কর্মসুচি দিচ্ছে বিরোধী দলগুলো।

বাংলাদেশের নির্বাচন কমিশন যেদিনই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে সেদিনই নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন। এর মাধ্যমে প্রথম দল হিসেবে তারাই তফসিল ঘোষণার দিনকে সামনে রেখে কোন কর্মসূচি ঘোষণা করলো।

দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে, এই কর্মসূচি ঘোষণার আগে বিএনপিসহ সরকার বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। যদিও তাদের গণমিছিল কর্মসূচিতে আর কোন দল সমর্থন দেবে কিনা বা অংশ নিবে কি না সে সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি।

ইসলামী আন্দোলনের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, এখনকার সংঘাতময় পরিস্থিতিতে দলগুলোর মধ্যে কোন ধরনের সমঝোতা ছাড়া একতরফা তফসিল দিলে পরিস্থিতি আরও সংঘাতপূর্ণ হবে বলে তারা মনে করেন এবং সেটি তারা চান না।

“এ কারণেই আমরা তফসিল ঘোষণার দিন কর্মসূচি দিয়েছি। অন্য দলগুলোর সঙ্গেও কথাবার্তা হচ্ছে,” বলছিলেন মি. রহমান।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *