সংসদ নির্বাচন ২০২৪: বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিন চলছে, আওয়ামী লীগ ও জাপার মনোনয়নপত্র বিক্রি অব্যাহত

সকাল রাজধানীর শ্যামলী এলাকা
ছবির ক্যাপশান,

সকাল রাজধানীর শ্যামলী এলাকা

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সোমবার বিরোধী দল বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে।

অন্যদিক নির্বাচনী প্রস্তুতির অংশ হিসাবে মনোনয়ন পত্র বিক্রি চলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কার্যালয়ে।

সোমবার সকাল থেকে ঢাকার গাবতলী, মিরপুর, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এদিনে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম চোখে পড়েছে। তবে গণপরিবহনের পাশাপাশি কিছু ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা গেছে। আগের হরতাল বা অবরোধের তুলনায় যান চলাচল বেড়েছে।

শিক্ষা-প্রতিষ্ঠান ও অফিস-আদালত খোলা থাকার কারণে যান চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। অনেক যাত্রীকে রাস্তায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *