মুম্বাইতে ২৬/১১র জঙ্গী হামলা : আজমল কাসাবকে শনাক্ত করেছিল যে বাচ্চা মেয়েটি

আজমল কাসাবকে সনাক্ত করেছিল যে শিশুকন্যা, সেই এখন মধ্য কুড়ির যুবতী

ছবির উৎস, Sankhadeep Banerjee

ছবির ক্যাপশান,

আজমল কাসাবকে শনাক্ত করেছিল যে শিশুকন্যা, সে-ই এখন মধ্য কুড়ির যুবতী

দেবিকা রোতাওয়ানের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল ২০১০ সালে, মুম্বাইয়ের একটা বস্তিতে। তার মাত্র বছর দুয়েক আগে ভারতের বাণিজ্য আর বিনোদন জগতের রাজধানী মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েও বেঁচে যায় ওই রোগা-পাতলা মেয়েটি।

মুম্বাই শহরটাকে প্রায় ৬০ ঘণ্টা ধরে একরকম দখল করে রেখেছিল ওই সন্ত্রাসীরা, যার শুরুটা হয়েছিল ২০০৮ সালের ২৬শে নভেম্বর।

মুম্বাইয়ের প্রধান রেলস্টেশন, বিলাসবহুল হোটেল এবং একটি ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে চালানো ওই হামলায় মোট ১৬৬ জন প্রাণ হারান। হামলাকারীদের মধ্যে নয় জনও নিহত হয়।

বিবিসি বাংলায় আরও পড়তে পারেন
হামলার পরে ছত্রপতি শিবাজী টার্মিনাস

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

হামলার পরে ছত্রপতি শিবাজী টার্মিনাস

ওই সন্ত্রাসীদের মধ্যেই একজন সে দিন দেবিকা রোতাওয়ানের পায়ে গুলি করেছিল, তার মাসখানেক পরেই ছিল ওর দশ বছরের জন্মদিন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *