আইপিএলে তিনবার সুযোগ পেয়েও খেলতে না পেরে হতাশ তাসকিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনবার সুযোগ পেয়েও খেলতে না পেরে হতাশ দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিং অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। সেখানে আইপিএলের প্রসঙ্গ উঠতেই হতাশা প্রকাশ করেন।

তাসকিন বলেন, ‘আসলে এ নিয়ে আইপিএলে তিনবার সুযোগ এলো, ‘অতীতের মতো এবারো মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’

তিনি আরও বলেন, জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৩৭ ম্যাচে অংশ নিয়ে ১৭৭ উইকেট শিকার করেন ২৯ বছর বয়সি এই তারকা পেসার।

তিনি বলেন, ‘বোর্ড আসলে বিভিন্ন কারণে বিদেশি লিগে খেলার অনুমতি দিতে চায় না। জাতীয় দলের খেলা থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারো বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে; কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *