যশোরে ঘর থেকে এক যুবকের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার

যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার একটি ঘর থেকে মঙ্গলবার সন্ধ্যায় শাহ আলম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুরাতন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম জানান, শাহ আলম পুরাতন লিচুবাগান এলাকার মৃত শফি শেখের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তার ঘর থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে আসছে বলে টের পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতর থেকে শাহ আলমের লাশ উদ্ধার করে। তার লাশ ঘরের ভেতর উলঙ্গ অবস্থায় পড়েছিলো। লাশে পচন ধরেছিলো। হয়ত ৪/৫ দিন আগে ঘরের ভেতরই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, শাহ আলম কিছুটা ভবঘুরে প্রকৃতির ছিলেন। এ কারণে তার স্ত্রী ও একমাত্র ছেলে কাছে থাকতেন না। ৪/৫ দিন আগে সর্বশেষ শাহ আলমকে দেখতে পেয়েছেন স্থানীয়রা। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তার ঘর থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে আসার বিষয়টি টের পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘর থেকে শাহ আলমের লাশটি উদ্ধার করে পুলিশ। শাহ আলমের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *