দিল্লিতে জয়শঙ্কর ও ডোভালের সঙ্গে হাছান মাহমুদের বৈঠক, আলোচনায় মিয়ানমার

দিল্লিতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা, ৭ই ফেব্রুয়ারি ২০২৩

ছবির উৎস, S. Jaishankar/X

ছবির ক্যাপশান,

দিল্লিতে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা, ৭ই ফেব্রুয়ারি ২০২৩

  • Author, শুভজ্যোতি ঘোষ
  • Role, বিবিসি নিউজ বাংলা, দিল্লি

ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বুধবার সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন।

দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে বিশদে আলোচনা হয়েছে। আর অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় প্রাধান্য পেয়েছে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি।

মি জয়শঙ্কর ও মি মাহমুদের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আন্ত:সীমান্ত কানেক্টিভিটি, অর্থনৈতিক ও উন্নয়ন খাতে অংশীদারি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিদ্যুত্‌, জ্বালানি, জলসম্পদ খাতে সহযোগিতা এবং দু’দেশের মানুষে-মানুষে আদানপ্রদান-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করেছেন।”

আর মি জয়শঙ্কর নিজে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মন্তব্য করেছেন, “পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, আপনাকে ভারতে স্বাগত।”

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...