নির্বাচনের ফল নিয়ে যা বললেন মরিয়ম নওয়াজ

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস চেয়ারম্যান ও দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ নির্বাচনের ফলাফল নিয়ে অবশেষে মুখ খুলেছেন। তিনি বলেছেন, কেন্দ্রে তাদের দল একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম সামা টিভি এ তথ্য জানিয়েছে।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে মরিয়ম বলেন, গত রাতে গণমাধ্যমের একটি অংশ ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচারণা চালায়।

একইসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, পিএমএলএন কেন্দ্রে এবং পাঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে।

মরিয়ম নওয়াজ বলেন, কিছু আসন এখনও ফলাফল প্রকাশের অপেক্ষায় আছে। চূড়ান্ত ফলাফল পাওয়া মাত্রই এমএনএস বিজয়ী বক্তৃতার জন্য পিএমএলএনের সদর দপ্তরে যাবে। ইনশাআল্লাহ, সঙ্গে থাকুন।

বিভিন্ন গণমাধ্যমে ফলাফলে যখন বলছে, স্বতন্ত্ররা এগিয়ে আছে, ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা বললেন নওয়াজকন্যা।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...