অর্থনৈতিক মন্দায় পড়েছে যুক্তরাজ্য

অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে যুক্তরাজ্য। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে গত বছরের শেষ দিকে সংকটের মধ্যে পড়ে দেশটির অর্থনীতি। আর এটি এ বছরে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য বড় ধাক্কা। খবর সিএনএনের

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০ দশমিক ৩ শতাংশ কমেছে, এর আগের তিন মাসে হ্রাস পেয়েছিল ০ দশমিক ১ শতাংশ।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, পরপর দুই প্রান্তিকে জিডিপি হ্রাসের ফলে মন্দার কবলে পড়েছে দেশটির অর্থনীতি। এটি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য বড় ধাক্কা। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শীর্ষ পাঁচ অগ্রাধিকারের মধ্যে একটি হিসেবে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

২০২০ সালের প্রথমার্ধে করোনা মহামারির প্রভাবে সংকটে পড়েছিল দেশটির অর্থনীতি। এর পর এটিই দেশটির প্রথম অর্থনৈতিক মন্দা। যদিও পরপর দুই প্রান্তিকে অর্থনীতি সঙ্কুচিত হলেও ২০২৩ সালে অর্থনীতি প্রায় স্থিতিশীল ছিল।

যুক্তরাজ্যে মন্দার খবর আসার ঠিক একদিন আগে সরকারি তথ্যে দেখা গেছে, জানুয়ারিতে মূল্যস্ফীতি ডিসেম্বরের মতোই ৪ দশমিক ০ শতাংশে স্থির ছিল। যা কেন্দ্রীয় ব্যাংকের (ব্যাংক অব ইংল্যান্ড) লক্ষ্যমাত্রার দ্বিগুণ।

source: jugantor

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...