যশোরে ৬‘শ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ

যশোরে জেলি পুশ করা ৬শ’ কেজি চিংড়ি জব্দ করেছেন র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাতে যশোর মনিহার বাস টার্মিনালে চাপাই ট্রাভেলস ও চাপাই এক্সপ্রেস নামের দুই পরিবহনে অভিযান চালিয়ে জেলি পুশ করা এ চিংড়ি জব্দ করা হয়। পরে তা ধ্বংশ করা হয়েছে।

র‌্যাব জানায়, বুধবার রাত দুই টায় তারা জানতে পারে ক্ষতিকার জেলি পুশকরা চিংড়ি নিয়ে একটি চক্র যশোরের দিকে আসছে। তাৎক্ষনিক র‌্যাব -৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ ফয়সাল তানভীর ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সমন্বয়ে একটি টিম মনিহার এলাকায় যেয়ে ওই দুটি বাসে তল্লাশি চালায়। পরে বাস থেকে ককশিট ভর্তি ৬শ’ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসের মালিক ওয়ালিদকে ২০ হাজার টাকা ও চাপাই এক্সপ্রেস বাসের মালিক মোরছেদ’কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দকৃত চিংড়ি ধ্বংশ করা করা হয়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...