পিঠা-পুলি বানাতে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ, উত্তাল পশ্চিমবঙ্গ

তৃণমূল কংগ্রেসের কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলছেন সন্দেশখালির বাসিন্দারা - প্রতীকী ছবি

ছবির উৎস, Shib Shankar Chatterjee / BBC

ছবির ক্যাপশান,

তৃণমূল কংগ্রেসের কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলছেন সন্দেশখালির বাসিন্দারা – প্রতীকী ছবি

সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি দ্বীপে পৌঁছতে যে কালিন্দী নদী পার হতে হয়, সেটা বাংলাদেশ থেকে ‘অনুপ্রবেশের’ পরিচিত পথ। নদীর এপাড়ে যেখান থেকে নৌকায় চড়তে হয় সন্দেশখালি যেতে, সেই ধামাখালির ঘাটেই বেশ কয়েক বছর আগে কথা বলেছিলাম বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে ধরা পড়া বেশ কয়েকজন নারী-পুরুষের সাথে।

সেই সন্ধ্যায় একসঙ্গে তিন নৌকা ভর্তি দেড়শর বেশি কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

যে ঘাটে দাঁড়িয়ে সেদিন ওই বাংলাদেশি নারী-পুরুষদের সঙ্গে কথা বলেছিল বিবিসি, সেখান থেকেই চোখে পড়ছিল নদীর অপর পাড়ের সন্দেশখালি।

আপাত শান্ত এই দ্বীপটিই এখন ভারতের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর অন্যতম। জাতীয় রাজনীতির কেন্দ্রে চলে আসার পেছনে আছে কয়েক সপ্তাহ আগে এই দ্বীপে নারীদের প্রবল বিক্ষোভ।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...