বাঘারপাড়ায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাঘারপাড়া শাখা এক বিশাল র্যালি বের করেন। বিকালে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাঘারপাড়া শাখার দলীয় কার্যালয় থেকে র্যালি টি বের হয়ে উপজেলার মেইন মেইন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে শেষ হয়।
এদিনের র্যালি ও আলোচনা সভায় বাংলাদেশ ইসলামী আন্দোলন বাঘারপাড়া শাখার সভাপতি মাও: বিল্লাল হোসেনের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: ফয়জুর করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওলামা মাখায়েক বাঘারপাড়া শাখার সভাপতি মাও: আবু তাহের,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাও: ওলিয়ার রহমান, যুব আন্দোলনের সভাপতি মাও: ওয়ালিউল্লাহ,ইসলামী ছাত্র আন্দোলনের হাসিবুর রহমান প্রমুখ ।