যশোর শহরের পুরাতন কসবায় দুই যুবক ছুরিকাঘাত

বুধবার রাতে যশোর শহরের পুরাতন কসবা বিবি রোড শিশু একাডেমির পাশে আব্দুল্লাহ হোসেন হৃদয় (২২) ও আব্দুল আল খালিদ (১৮) নামে দু’ যুবক ছরিকাহত হয়েছেন। ডিবি পুলিশ দিয়ে কিশোরগ্যাংয়ের এক সদস্যকে ধরিয়ে দেয়া যে ধরে এ ঘটনা ঘটে।

ছুরিকহত আব্দুল্লাহ হোসেন হৃদয় পুলিশ লাইন লিচুবাগান এলাকার নুর ইসলাম বাবুর পুত্র। আব্দুল্লাহ আল খালিদ একই এলাকার হায়দার আলীর পুত্র।

হৃদয় জানিয়েছেন, রাত ৯টার দিকে তারা দুইজন শিশু আর একাডেমীর পাশে আম বাগানে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই এলাকার কিশোরগ্যাংয়ের সদস্য জিসান ও সানিম সহ কয়েকজন এসে অতর্কিত তাদের উপর হামলা তলায় এবং এলোপাতাড়ী ছুরিকাঘাত করলে তারা আহত হন।

জিসান জানিয়েছেন এক সপ্তাহ আগে রায়হান নামে কিশোর গ্যাংয়ের সদস্যকে তিনি ডিবি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলেন।ওই ঘটনার যে ধরে কিশোরগ্যাংয়ের সদস্যরা তাদেরকে ছুরিকাঘাত করে। আহতদের যশোর ২৫০ শয্যা সাথে ভর্তি করা হয়েছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...