ঝিনাইদহে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ্য ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর শের আলী প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শের আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা মোহাম্মদ শের আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
সেসময় উপস্থিত ছিলেন শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, হরিণাকুন্ডু উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব হাসান, হরিণাকুন্ডু উপজেলা প্রসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, ঝিনাইদহ রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবির, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ ও সাংবাদিক মুক্তার হোসেন সহ অন্যন্যারা। অনুষ্ঠান পরিচালনা করেন মুস্তাফিজুর রহমান টুটুল। খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, সয়াবিন তেল, লবন ও পিয়াজ বিতরণ করা হয়। এসকল খাদ্য সামগ্রী পেয়ে দুঃস্থ্য ও অসহায় পরিবারের মানুষগুলো সন্তÍষ্টি প্রকাশ করেন।