যশোর ডিবি পুলিশের হাতে বার্মিজ চাকু হাসুয়া ও হেরোইনসহ দুই সন্ত্রাসী আটক

jessore atok map

যশোরে ডিবি পুলিশের অভিযানে পালবাড়ি এলাকা থেকে হেরোইন বার্মিজ চাকু ও হাসুয়াসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে শহরের বেজপাড়া চোপদার পাড়ার রবিউল ইসলামের ছেলে হানিফ (২৪) ও চোপদারপাড়া আকবরের মোড়ের ইলিয়াস হোসেন লাল্টুর ছেলে রাকিব (১৯)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে ১০ টার ডিবি পুলিশের এস আই শাহিনুরের নেতৃত্বে এস আই বিপ্লব সরকার সঙ্গীয় ফোর্স গোপনে পালবাড়ি মোড়ে মোস্তাকের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে হানিফ ও রাকিবকে আটক করা করেন। এসময় আটককৃতদের দেহ তল্লাসী করে দুটি বার্মিজ চাকু ও ২৫ গ্রাম হেরোইন এবং একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...