অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার, থানচিতে গোলাগুলি

বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক

ছবির উৎস, ANUPAM MARMA

ছবির ক্যাপশান,

বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক

বান্দরবানের থানচিতে পুলিশ ও বিজিবির সাথে একদল সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির খবর পাওয়া গেছে। রাত আটটা ৫০ মিনিট থেকে এ গোলাগুলি শুরু হয় বলে জানা যায়। প্রায় ঘণ্টাব্যাপী এ গোলাগুলি চলে।

থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বিবিসি বাংলাকে বলেন, “ থানচি সদর বাজারে অবস্থিত থানার সামনে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এখন থেমেছে। সেখানে বিজিবির একটি ক্যাম্পও রয়েছে। এছাড়া থানচির হাসপাতালের পেছনেও গোলাগুলি হয়েছে” ।

“ একদল সন্ত্রাসী গোষ্ঠী প্রথম গুলি চালায়। এখনও আহত বা নিহতের খবর পাওয়া যায় নি। বিস্তারিত পরে জানানো হবে” বলেন মি. মামুন।

এর আগে বান্দরবানের রুমা থেকে অপহৃত সোনালী ব্যাংকের কর্মকর্তা নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়। রুমা বাজার থেকে র‍্যাব তাকে উদ্ধার করেছে বলে জানাচ্ছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...