চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: SFHDR;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

“দুনিয়ার মজদুর, এক হও” এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক ১লা মে দিবস দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১লা মে) সকাল ৯ টায় সময় প্রথমে মহান মে দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে প্লাম্বার মিস্ত্রি সমিতি ও উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের র‍্যালী টি বাজারের বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও দক্ষিণ শেষে উপজেলা

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন (মুছা) এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধাণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নয়ন বিশ্বাস,সহ- সভাপতি ইকবাল হোসেন, সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ,উপজেলা প্রাম্বার মিস্তি সমিতির সভাপতি শিহাব উদ্দিন শিহাব,সাধারণ সম্পাদক ইমামুল পারভপজ মামুন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিতু,উপজপলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি সভাপতি হামিদুর রহমান চাঁন,সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, প্লাম্বার মিস্রি সমিতি ও

ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন।

র‍্যালী ও আলোচনা সভা সহ যে সকল নির্মাণ শ্রমিক দুর্ঘটনায় মৃত্য হয়েছে তাদের জন্য দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...