অরবিন্দ কেজরিওয়ালের জামিনে লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলবে?

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

  • Author, উমং পোদ্দার
  • Role, বিবিসি নিউজ, দিল্লি

প্রায় ৫০ দিন দিল্লির চূড়ান্ত নিরাপত্তায় ঘেরা তিহাড় জেল থেকে শুক্রবার রাতে ছাড়া পেয়েছেন দিল্লিরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ তাঁকে পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে। তাঁকে নির্বাচনের প্রচারের অনুমতিও দেওয়া হয়েছে।

ভারতের চলমান লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ হবে ওই পয়লা জুন, আর তার পরের দিনই আবারও তিহাড় জেলে ফিরতে হবে মি. কেজরিওয়ালকে।

বিরোধীদলগুলির বক্তব্য ছিল যে নির্বাচনের সময়ে সব দলকে সমান সুযোগ দেওয়ার যে নীতি আছে, মি. কেজরিওয়ালের গ্রেফতারি সেই নীতির পরিপন্থী।

তবে ওই গ্রেফতারের ফলে বিরোধীদের প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...