লোকসভা নির্বাচনে যেসব ঝুঁকির কারণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক

ফ্যাক্ট চেকাররা জানিয়েছেন, দ্বুয়ারাকার ডিজিটাল সংস্করণটি ইউটিউবে সম্প্রচারের জন্য তৈরি করা হয়েছিল

ছবির উৎস, SCREENGRAB

ছবির ক্যাপশান, ফ্যাক্ট চেকাররা জানিয়েছেন, দুয়ারাকা প্রভাকরণের ডিজিটাল সংস্করণটি ইউটিউবে সম্প্রচারের জন্য তৈরি করা হয়েছিল

গত বছরের নভেম্বর মাসে মুরলীকৃষ্ণন চিন্নাদুরাই ব্রিটেনে একটা তামিল অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখছিলেন। হঠাৎই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন তিনি।

ওই অনুষ্ঠানে এক নারী বক্তব্য পেশ করছিলেন। তিনি আর কেউ নন, এলটিটিই বা লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মেয়ে দুয়ারাকা।

এখন সমস্যা হলো দুয়ারাকার মৃত্যু হয়েছে এক দশকেরও আগে। ২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সমাপ্তির দিনগুলোতে বিমান হামলায় মৃত্যু হয়েছিল তার। ২৩ বছর বয়সী এই নারীর মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি।

অথচ ভিডিওতে তাকে দেখা যাচ্ছিল একেবারে চোখের সামনে। শুধু তাই নয়, ব্রিটেন থেকে লাইভ সম্প্রচারিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করা এই নারী দৃশ্যতই একজন মধ্যবয়স্কা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তামিলদের তিনি আহ্বান জানাচ্ছেন স্বাধীনতার লক্ষ্যে রাজনৈতিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...