পুতিন ও কিম : রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতারা যে কারণে ‘মিত্রতা’ চাইছেন

ভ্লাদিমির পুতিন ও কিম জং আন অনেক দিনই হল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগুচ্ছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভ্লাদিমির পুতিন ও কিম জং আন অনেক দিনই হল বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগুচ্ছেন

এই সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে তুমুল জল্পনা ছিলই। অবশেষে আজ (সোমবার) ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে রুশ প্রেসিডেন্ট মঙ্গলবারেই উত্তর কোরিয়াতে যাচ্ছেন।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইওলের কাজাখস্তানে রাষ্ট্রীয় সফর ঘিরে গত বুধবার প্রেসিডেন্ট অফিসের এক কর্মকর্তা সাংবাদিকদের মুখোমুখি হন, এবং সেখানেই তিনি কথাপ্রসঙ্গে প্রেসিডেন্ট পুতিনের এশিয়ার বিচ্ছিন্ন দেশটিতে সফরের বিষয়টি জানান।

এছাড়া নানান প্রতিবেদনেও দেখা যায় যে পিয়ংইয়ং এরইমধ্যে রাশিয়ার প্রেসিডেন্টকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু করেছে।

যদি উত্তর কোরিয়ায় এই সফরটি সত্যি সত্যি ঘটে, তাহলে সেটা হবে দীর্ঘ ২৪ বছর পর প্রেসিডেন্ট পুতিনের সেখানে প্রথম সফর।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...