বগুড়ায় বালতির হাতল দিয়ে জেলের ছাদ ফুটো করে যেভাবে পালায় ফাঁসির আসামিরা

এক মাস ধরে কারাগারের ছাদটি ফুটো করে পালিয়েছিল চারজন ফাঁসির আসামী

ছবির উৎস, Jojief Hossain

ছবির ক্যাপশান, এক মাস ধরে কারাগারের ছাদটি ফুটো করে পালিয়েছিল চারজন ফাঁসির আসামি

একই সেলে চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘ এক মাস ধরে তারা কৌশল করে কারাগারের ছাদে ছিদ্র করেছিল। সেই ছিদ্র দিয়ে চারজন একসাথে পালিয়ে জড়ো হয়েছিল স্থানীয় একটি বাজারেও। কিন্তু সেখান থেকে আর পালাতে পারেনি, মাত্র আধা ঘণ্টার মধ্যেই ধরা পড়েছে পুলিশের হাতে!

মঙ্গলবার রাতে পুরো সিনেমার স্টাইলে এই ঘটনাটি ঘটেছে বগুড়ার জেলা কারাগারে।

কিন্তু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও পালানোর সময় তাদের কারও পরনেই কনডেম সেলের নির্ধারিত পোশাক ছিল না কেন, প্রশ্ন উঠেছে সেটি নিয়েও।

এখনও রহস্য থেকে গেছে কারাগারে ডাণ্ডাবেড়ি খুলতে বাইরে থেকে কেউ তাদের সহযোগিতা করেছিল কি না, তা নিয়ে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...