ফিলিপাইনের গোপন হাসপাতালে যেভাবে অপরাধীদের নতুন চেহারা তৈরি হয়

গোপন হাসপাতালে এ ধরনের মেডিকেল বেড পেয়েছে পুলিশ

ছবির উৎস, PRESIDENTIAL ANTI-ORGANISED CRIME COMMISSION

ছবির ক্যাপশান, গোপন হাসপাতালে এ ধরনের মেডিকেল বেড পেয়েছে পুলিশ

ফিলিপিন্স কর্তৃপক্ষ বলছে দেশটিতে পলাতক কিংবা কেলেঙ্কারিতে জড়িত প্রতিষ্ঠানগুলোর কর্মীদের গ্রেফতার এড়াতে প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে দেয়ার প্রস্তাব দিচ্ছে গোপনে পরিচালিত দেশটির কিছু হাসপাতাল।

মে মাসে ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে একটি হাসপাতালে পুলিশ তল্লাশি চালানোর পর পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন যে, এ ধরনের দুটি অবৈধ হাসপাতাল আসন্ন সপ্তাহগুলোতে বন্ধ হয়ে যেতে পারে।

দুই মাস আগে পাসে শহরের একটি হাসপাতালে অভিযান চালিয়ে চুল ও দাঁত প্রতিস্থাপন এবং গায়ের চামড়া উজ্জ্বল করার উপকরণ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

“এগুলো করে আপনি সম্পূর্ণ একজন নূতন মানুষ তৈরি করতে পারেন,” প্রেসিডেন্সিয়াল অ্যান্টি অর্গানাইজড ক্রাইম কমিশন (পিএওসিসি)র মুখপাত্র উইনস্টন জন ক্যাসিও বলেছেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...