এখনো ভয় কাটেনি পুলিশের, থানায় ফিরলেও মাঠে নেই

শেখ হাসিনা সরকার পতনের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর আগ্রাসী ভূমিকা জনমানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল

ছবির উৎস, KAMOL DAS

ছবির ক্যাপশান, শেখ হাসিনা সরকার পতনের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর আগ্রাসী ভূমিকা জনমানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ওইদিনই সারাদেশের অধিকাংশ থানায় হামলার অভিযোগ পাওয়া যায়। বিক্ষোভকারীদের দেয়া আগুন ও ভাংচুরের পর দেশের পুলিশের সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সংঘর্ষ চলার সময় ও থানায় হামলায় রাজধানীসহ সারাদেশে বেশ কয়েকজন পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় কয়েক দফা দাবিতে কর্মবিরতি শুরু করে সারাদেশের পুলিশ সদস্যরা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ৪৩ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সারাদেশের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়। বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...