বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার জন্য সুইজারল্যান্ড সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এ কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু উপস্থিত ছিলেন।
জানা যায়, বৈঠকে বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আওয়ামী লীগের সরকারের সময়ে সুইস ব্যাংকে পাচারকৃত অর্থ ফেরত আনাসহ সাংবিধানিক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আমির খসরু সাংবাদিকদের আরও বলেন, আমরা বারবার বলেছি, ১০০ বিলিয়ন ডলারের ওপরে পাচার হয়েছে। বাংলাদেশে আজ অর্থনৈতিক অবস্থা, রিজার্ভের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা আমরা জানি। একটা কঠিন অবস্থা, তারা (আওয়ামী লীগ সরকার) এত টাকা পাচার করেছে যে, দেশের রিজার্ভ একেবারে তলানিতে।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে, এত টাকা দেশের বাইরে গেছে যে, এগুলো যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, এ অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হবে।
তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে দেশের রোডম্যাপ এবং দেশ কোনদিকে যাচ্ছে, দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক বিবেচনায় কোনদিকে যাচ্ছে- এ বিষয়ে ভবিষ্যতে বিএনপির চিন্তাভাবনা কী আছে, তা জানতে চেয়েছেন এবং তারা কী করতে পারে, এটাই বৈঠকের উদ্দেশ্য।