গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচজনের মৃত্যু
হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিঘাতী এলাকায়
ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে কাশিয়ানী
থানা পুলিশ।
নিহতদের সবাই বাসের যাত্রী বলেও ধারণা করছেন তারা। তবে তাদের সবার
পরিচয় এখনও পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।