পাকিস্তানের মাটিতে তাদেরকেই ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে দশ উইকেটে
জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ছয় উইকেটে। এ জয়ে ক্রিকেট দলকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
রাওয়ালপিন্ডিতে নিজেদের মাঠেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কাছে হারল
পাকিস্তান। চতুর্থ ইনিংসের ব্যাটিং চ্যা্লেঞ্জ উৎরে পাকিস্তানকে ছয় উইকেটে হারাল
বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছেন নাজমুল শান্ত, লিটন দাস,
মেহেদী মিরাজরা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ” সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি এ জয়ে আপনাদের জন্য গর্বিত”।
ক্রিকেট দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রথম ইনিংসে ১৩৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস।
ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় লিটন দাস বলেন, “ এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য
অনেক বড় অর্জন”।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ‘এ বিজয় জুলাই বিপ্লবের স্পিরিট’ বলে অভিহিত
করেছেন।
দেশের বাইরে প্রথমবারের মতো সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “ এই মুহূর্ত কখনো ভুলবো না”।
বাংলাদেশ এর আগে ২০০৯ সালে দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতেছে।