মেট্রো রেলের বন্ধ থাকা কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে। এ ছাড়া শুক্রবার ছুটির দিনও মেট্রো রেল চলবে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়,, গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়।
শনিবার স্টেশন চালুর কারিগরি নানা দিক পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া শুক্রবার মেট্রো রেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা তথা রোস্টার ঠিক করা হচ্ছে।অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান দায়িত্ব নেওয়ার পর শুক্রবারও মেট্রো রেল চালু রাখার নির্দেশনা দিয়েছিলেন। এরপর ডিএমটিসিএল কর্তৃপক্ষ শুক্রবার বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চালুর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে।
ডিএমটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করে সরকার। নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুর রউফ। দায়িত্ব নিয়েই তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রো রেল চলাচল শুরু করার ওপর জোর দেন।
ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা আবদুর রউফ বলেন, ‘কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে গতকাল শুক্রবার ও আজ শনিবার আমিসহ কারিগরি দল ও জাপানি পরামর্শক কাজ করেছি।’
তবে মিরপুর-১০ স্টেশন চালু করতে আরো কিছু সময় লাগবে উল্লেখ করে ডিএমটিসিএল এমডি বলেন, ‘চেষ্টা থাকবে যথাসম্ভব দ্রুত চালু করা।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের বল প্রয়োগের ফলে হতাহতের ঘটনা ঘটে। এর জেরে বিক্ষুব্ধ জনতা ঢাকার মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে গত ১৮ জুলাই অগ্নিসংযোগ করে। ওই দিন বিকেল ৫টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।
২০ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমটিসিএলের তখনকার ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি মিরপুর-১০ স্টেশন ঘুরে দেখে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে ফের চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে।’
এরপর ২৭ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, ‘মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত।’
মেট্রো রেলের এই দুই স্টেশন এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
Source: KalerKontho