বিবিসি বাংলার লাইভ: অমিত শাহ’র মন্তব্যের তীব্র প্রতিবাদ বাংলাদেশের, ইসরায়েলের হামলায় লেবাননে ‘২৭৪ জনের মৃত্যু’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর
মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ
থেকে বলা হচ্ছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ভারতের ঝাড়খন্ডে বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে যে অত্যন্ত শোচনীয়
মন্তব্য করেছেন তার বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ
জানিয়ে আজ ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে নোট হস্তান্তর করেছে।

সম্প্রতি ভারতসহ
বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় আলোচনায় আসে যে অমিত শাহ বলেছেন, “অনুপ্রবেশকারী
বাংলাদেশিদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে।”

এ নিয়ে
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য পাল্টা জবাব দিয়ে বলেছেন, “ঘৃণা ছড়াবেন না,
নয়তো বিধানসভা
নির্বাচনে মানুষ উল্টো ঝুলিয়ে দেবে।”

মি. শাহর মন্তব্য
নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘গভীর আপত্তি, তীব্র
ক্ষোভ এবং চরম অসন্তোষ প্রকাশ করেছে এবং আহ্বান
জানিয়েছে রাজনৈতিক নেতারা
যেন এমন আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকেন।

মন্ত্রণালয় আরও
জোর দিয়ে বলেছে যে,
প্রতিবেশী দেশের
নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল পদ থেকে আসা এমন মন্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের
মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ণ করে।

মি. শাহ ঝাড়খন্ডে তার ভাষণে বলেছেন, “বিজেপিকে ক্ষমতায় আসলে
রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বেছে বেছে সেখান থেকে বের করে দেবে। তারা ভারতের সংস্কৃতি বিনষ্ট করছে, সম্পত্তি দখল করছে, নারীদের বিভিন্নভাবে নকল বিয়ে করছে, ভারতের আয় রোজগার
লুট করছে।”

এছাড়া যেভাবে অনুপ্রবেশ হচ্ছে এতে করে
২৫-৩০ বছরে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীরা সংখ্যাগুরু এবং ঝাড়খণ্ডের মানুষ সংখ্যালঘুতে পরিণত
হবে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, হেমন্ত সরেন বা কংগ্রেস সেটা ঠেকাতে পারবে না কারণ অনুপ্রবেশকারীরাই
তার ভোটব্যাংক।

অমিত শাহ’র
বক্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী
এবং বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

Amit Shah and Narendra Modi

ছবির উৎস, EPA

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...