ভারতে পালানোর সময় আটক সাবেক ভুমিমন্ত্রীকে আদালতে সোপর্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবি’র হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভুমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে বিজিবি’র দায়ের করা মামলায় সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। রবিবার রাতে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ডের ৬১ নং মেইন পিলারের পাশ থেকে একজন নারি ও দু’জন পুরুষসহ বিজিবি তাকে আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সাবেক শেখ হাসিনা সরকারের একজন সাবেক প্রভাবশালী মন্ত্রী পরিচয় গোপন করে ভারতে পালনোর চেষ্টা করছে। খবর পেয়ে ৫৮ বিজিবির সদস্যরা শ্যামকুড় ইউনিয়নের ভবনগর সরকারী প্রাথুমক বিদ্যালয়ের পিছনে সীমান্তের শুন্যরেখা ৬১ নং পিলারের পাশ থেকে সাবেক ভুমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, খুলনা তেরোখাদার সবুজ গাইন, যশোর ঝিকরগাছার মো: রাজ্জাক ও ভারতের মুম্বাইয়ের নাগরিক মেহেরুন শেখকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার দায়ে মহেশপুর থানায় মামলা দায়েরসহ থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জানান, বিজিবি’র দেওয়া বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার মামলায় সাবেক ভুমিমন্ত্রীসহ ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে সাবেক ভুমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের নামে ঢাকা পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...