কেশবপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয়তাবাদীর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

সোমবার বিকালে কেশবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, আরও বক্তব্য রাখেন সমাজ সেবা সম্পাদক ইমরান হাসেমী দিপু, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইন্জিঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রান, যুগ্ম সম্পাদক রিয়াজুর ইসলাম রিয়েল সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নির্মল বীট ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবলু রানা বাবু। পথসভা শেষে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...