যশোর সদর উপজেলার বিরামপুর এলাকায় ছিনতাইকারীরা কুপিয়ে রয়েল হাসান (৩২)নামে এক যুবককে আহত করেছে। আহত রয়েল হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হাট যাদবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি যশোর সদরের বিরামপুর এলাকার শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
আহত রয়েল হাসান বলেন,রাত একটার দিকে বাসা থেকে বের হয়ে দোকানে ডিম নিতে আসলে বিরামপুরের ফকিরার মোড়ে পারভেজ মিয়ার মুদিখানার দোকানের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৫/৬জন ছিনতাইকারী দলের সদস্য আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে তাকে ভর্তি করা হলে তার অবস্থা আশংকা জনক হওয়ায়, চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।