ঢাকার কচুক্ষেত
এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিবিসি সংবাদদাতা সাগর সারোয়ার ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শ্রমিক বিক্ষোভের কারণে কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টে ঢোকার দুই পাশের রাস্তা সকাল থেকে বন্ধ।
এখন রাস্তায় বিপুল সংখ্যক সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা যে দুইটি গাড়িতে আগুন দিয়েছে তা দগ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয়রা বিবিসি বাংলাকে বলেছেন, শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তারা দাবি করেছেন।
তবে, প্রাথমিকভাবে শ্রমিকেরা কেন বিক্ষোভ করছিলেন তা নিয়ে ভিন্ন ভিন্ন ভাষ্য পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে।
বেতন
বাড়ানোর দাবি এবং দুইটি পাশাপাশি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যকার বিরোধ থেকে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন – এমন বক্তব্য পাওয়া গেছে।
এক পর্যায়ে তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে
বিক্ষোভ করে।
এতে ওই এলাকার এক পাশের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।