লাখ লাখ টাকা ঋণের প্রলোভন: শাহবাগে সমাবেশের জন্য এত লোক কীভাবে এলো?

রোববার মধ্য রাত থেকে তিন শতাধিক বাস ঢাকায় আসে নিম্ন আয়ের মানুষদের নিয়ে

ছবির উৎস, SULTAN MAHMUD ARIF

ছবির ক্যাপশান, রোববার মধ্যরাত থেকে তিন শতাধিক বাস ঢাকায় আসে নিম্ন আয়ের মানুষদের নিয়ে

ঢাকায় শাহবাগের সমাবেশে যারা উপস্থিত থাকবে তাদেরকে এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে- এমন প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভর্তি করে লোক আনা হয়েছিল।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এমন প্রায় তিনশোরও বেশি বাস, মাইক্রোবাস আটক করেছে পুলিশ।

ঋণের আশায় যারা এই সমাবেশে যারা এসেছিলেন তাদের সাথে কথা বলেছে বিবিসি বাংলা।

কিশোরগঞ্জের কুলিয়ার চরের জাকির হোসেন ভুইয়া সাভারের একটি গার্মেন্টসে কাজ করেন। তিনিও এসেছিলেন এসেছিলেন এই ‘ঋণ সমাবেশে’ যোগ দিতে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...