বেনাপোল চেকপোস্টে ৫৪ ইসকন ভক্তকে ইমিগ্রেশনে বাঁধা

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশের ৫৪ ইসকন ভক্তকে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
‘সন্দেহজনক যাত্রার সন্দেহে’ তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে এই ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য শনিবার বেনাপোলে আসেন।দিনভর অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন,ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া বলেন,সন্দেহজনক ভ্রমন মনে করে ৫৪ বাংলাদেশি যাত্রীকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমন রোধ করা হয়। দেশ বিদেশে গমনাগমনে কোন যাত্রীদের যাত্রা সন্দেহজনক হলেই সেই যাত্রা বিরতি করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...