প্রিয়াঙ্কা গান্ধীর টোটব্যাগের রাজনীতিতে মিশলো বাংলাদেশের হিন্দু ও ফিলিস্তিন

মঙ্গলবার পার্লামেন্টের সামনে বাংলাদেশ ইস্যুতে কংগ্রেস এমপিদের বিক্ষোভ

ছবির উৎস, AICC

ছবির ক্যাপশান, মঙ্গলবার পার্লামেন্টের সামনে বাংলাদেশ ইস্যুতে কংগ্রেস এমপিদের বিক্ষোভ

কাঁধ থেকে ঝোলানো হয়, এরকম সামান্য এক কাপড়ের টোটব্যাগ – যার কোনওটায় লেখা প্যালেস্টাইন, কোনওটায় আবার বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের কথা! কিন্তু টোটব্যাগের এই প্রতীকি বার্তা বা ‘সিম্বলিজম’কে ঘিরেই আপাতত উত্তাল ভারতের রাজনীতি।

বিতর্কের সূত্রপাত গতকাল সোমবার, যখন সকালে বিরোধী দল কংগ্রেসের এমপি প্রিয়াঙ্কা গান্ধী ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘প্যালেস্টাইন’ লেখা একটি টোটব্যাগ নিয়ে পার্লামেন্টে প্রবেশ করেছিলেন।

ব্যাগটায় ছিল তরমুজের ছবিও, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির সূচক হিসেবে আন্তর্জাতিকভাবে সুপরিচিত একটি প্রতীক।

গত মাসেই কেরালার ওয়েনাড আসন থেকে উপনির্বাচনে জিতে প্রথমবারের মতো দেশের এমপি হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই আসনটি খালি হয়েছিল গত লোকসভা নির্বাচনে তার বড় ভাই রাহুল আমেথি ও ওয়েনাড, দুটি কেন্দ্রেই জিতে একটি ছেড়ে দেওয়ার পর।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...