বাংলাদেশে আবারো রোহিঙ্গা ঢলের শঙ্কা কতটা?

২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখের বেশি রোহিঙ্গা। (এটি তখনকার তোলা ছবি)

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখের বেশি রোহিঙ্গা

সীমান্তে ‘দুর্নীতির কারণে’ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার কথা স্বীকার করলেও রাখাইন থেকে নতুন করে ‘রোহিঙ্গা ঢলের’ আশঙ্কা নাকচ করে দিয়েছে বাংলাদেশ।

এদিকে বিবিসি বার্মিজ বিভাগ জানিয়েছে রাখাইনের পার্শ্ববর্তী চিন রাজ্যের কানপেটলেট শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে রাজ্য প্রশাসনের মিলিটারি কাউন্সিল বা সেখানকার সরকারি বাহিনী।

আজ রবিবার দুপুরে মিলিটারি কাউন্সিলের সৈন্যদের প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানাচ্ছে তারা।

গত ২২শে ডিসেম্বর মিয়ানমারের চিন রাজ্যের এই গোষ্ঠীটি কানপেলেট শহর দখলের ঘোষণা দিয়ে লড়াই শুরু করেছিলো।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...