যশোরের অভয়নগরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে নওয়াপাড়া পৌরশহরের আয়কর অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন রাত সাড়ে ৯টার দিকে পলাশকে নওয়াপাড়ার আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা পলাশকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত পলাশ ওই গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

অভয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এমাদুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে জিয়াউদ্দিন পলাশের পিতা তৎকালীন শ্রমিক নেতা ইব্রাহিম হোসেন দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছিলেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...