দক্ষিণ কোরিয়া : প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা, সওলে নাটকীয় পরিস্থিতি

 প্রেসিডেন্ট ইউন সুক ইউল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সাময়িক বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইউল

দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে দেশটির তদন্তকারীরা গ্রেফতারের চেষ্টা চালানোয় সওলে পুনরায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির আদালত মি. ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউনের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিদ্রোহ উসকে দিয়েছেন।

এসব অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মি. ইউনের বিরুদ্ধে সমন জারি করা হলেও তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হতে বারবার অস্বীকৃতি জানিয়েছেন। যার কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

যদিও প্রেসিডেন্টের আইনজীবী এই গ্রেফতারি আদেশকে “অবৈধ” বলে উল্লেখ করে, এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের কথা বলেছেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...