বিবিসি বাংলা লাইভ: সাত কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, ঢাবি উপ-উপাচার্যকে পদত্যাগের জন্য চার ঘণ্টার আল্টিমেটাম

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

ছবির উৎস, TV GRAB

ছবির ক্যাপশান, বারটায় সাত কলেজের অধ্যক্ষদের সাথে ঢাবি উপাচার্যের বৈঠক, স্থগিত পরীক্ষা

রোববার সন্ধ্যা থেকে শুরু হওয়া দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘাত এবং উত্তেজনার পর সোমবার ‘ঢাকা অবরোধের’ ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভূক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

সেই সাথে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা এবং সাত কলেজের আজকের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, অনিবার্য কারণবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, সেই সাথে সাত কলেজের আজকের সব পরীক্ষা স্থগিত
করা হয়েছে।

এর আগে রোববার রাতে ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক মো.
বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের পরীক্ষা স্থগিতের তথ্য
জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা
কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবারের সব
পরীক্ষা স্থগিত করা হলো। এসব পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তিতে জানানো হবে।

এদিকে, সাত কলেজের অধ্যক্ষদের সাথে আজ জরুরি সভা ডেকেছেন ঢাকা
বিম্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বেলা সাড়ে
১২টায় উপাচার্য কার্যালয়ের সভায় এ সভা
অনুষ্ঠিত হবে।

ঢাবির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায়
অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা
করা হবে।

রোববার বিকেল থেকে রাত
পর্যন্ত প্রায় ছয় ঘণ্টার বেশি ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায়
ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

সন্ধ্যায় পাঁচ দফা দাবি
নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সাথে দেখা
করতে যায়।

সেখানে ঢাবি উপ-উপাচার্য ছাত্রদের সাথে
খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা তার
পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় ।

যদিও পরে অধ্যাপক আহমেদ
তার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

রাত সাড়ে ১০টার পরে
শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে এগোলে ঢাবি শিক্ষার্থীদের
সাথে তাদের সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে
পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন
শিক্ষার্থী আহত হন।

রাত তিনটার দিকে পুলিশের বিরুদ্ধে
পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িতদের বিচারের দাবিতে আজ নয়টা থেকে নিজ নিজ
কলেজের সামনের সড়ক অবরোধের ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ‘ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত’ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ
প্রকাশ করেন।

রাতে আন্দোলন

ছবির উৎস, TV GRAB

ছবির ক্যাপশান, রোববার সন্ধ্যা থেকে রাতভর ঢাবি শিক্ষার্থীদের সাথে সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...