কঙ্গনার ‘ইমার্জেন্সি’ : ব্রিটেন থেকে বাংলাদেশ, এই ছবিকে ঘিরে বিতর্ক কেন?

ইমার্জেন্সি ছবিটিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় কঙ্গনা রানাওয়াত

ছবির উৎস, Kangana Ranut/FB

ছবির ক্যাপশান, ইমার্জেন্সি ছবিটিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় কঙ্গনা রানাওয়াত

ভারতে বলিউডের একটি বাণিজ্যিক সিনেমাকে ঘিরে বিশ্বের অন্তত দুই প্রান্তে তীব্র বিতর্ক শুরু হয়েছে – তাও আবার আলাদা আলাদা কারণে – এমন ঘটনা শেষ কবে ঘটেছে বলা মুশকিল। বিজেপি এমপি তথা বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’ কিন্তু আপাতত সেই বিরল ‘কৃতিত্বে’রই দাবিদার!

‘ইমার্জেন্সি’ হল আসলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি আংশিক বায়োপিক, যা তৈরি হয়েছে ১৯৭৫ সালে দেশে তার জারি করা জরুরি অবস্থা বা ইমার্জেন্সির পটভূমিতে।

ছবিটির কাহিনিকার, পরিচালক ও অন্যতম প্রযোজক কঙ্গনা রানাওয়াত নিজেই। ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি।

তবে ইমার্জেন্সি ছাড়াও এই ‘পলিটিক্যাল ড্রামা’তে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের আরও বহু ঘটনাই চিত্রায়িত হয়েছে, যার মধ্যে তার প্রধানমন্ত্রিত্বের সময়ে ঘটা ১৯৭১-র যুদ্ধ কিংবা ১৯৮৪-তে স্বর্ণমন্দিরে ভারতীয় সেনার ‘অপারেশন ব্লু স্টারে’র প্রসঙ্গও এসেছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...