তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি ঘিরে রেল যোগাযোগে বিপর্যয়, রাতে আন্দোলন স্থগিত

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর তিতুমীর কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি ঘিরে রেল যোগাযোগে বিপর্যয় দেখা দিয়েছে। অন্তত বিশটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে। তবে রাতে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

সোমবার বেলা চারটার দিকে আন্দোলনকারীরা উপকূল এক্সপ্রেস নামের একটি ট্রেন আটকে দেয়। আটকা পড়া ট্রেনটি পরে কর্তৃপক্ষের নির্দেশে উল্টোপথেই ফিরিয়ে নেয়া হয়।

এরপর থেকে রাজধানীমুখী ও রাজধানী থেকে বিভিন্ন রুটের ট্রেনগুলোর চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ব্যানারে গত কয়েকদিন ধরে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...