বিশ্বসেরা তিন বক্সার একসঙ্গে নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ব্যাপক সাড়া পায়।
গত রবিবার (২৩ আগস্ট) টুইটারে প্রকাশিত ভিডিওতে আমেরিকার বিখ্যাত বক্সার বাদো জ্যাককে লস অ্যাঞ্জেলসের একটি ক্যাফে নামাজ আদায় করতে দেখা যায়। পোস্টে জ্যাক লিখেন, ‘আমার দুই মুসলিম ভাই মাইক টাইসন ও আবদুল্লাহর সঙ্গে নামাজ আদায় করছি।’
জ্যাকের পিতা গাম্বিয়ান বংশোদ্ভূত একজন মুসলিম। আর মাতা ছিলেন সুইডিশ। পিতার ইসলাম ধর্ম অনুসরণ করে বেড়ে উঠেন জ্যাক এবং মুসলিম হিসেবে নিজের জীবন গড়ে তুলেন। বর্তমানে জ্যাক যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল নেভাদা প্রদেশের লাসভেগাসে বসবাস শুরু করেন।
জ্যাকের অপর সঙ্গী লৌহমানব খ্যাত আমেরিকান বক্সার মাইক টাইসন গত শতাব্দির নব্বইয়ের দশকে ইসলাম গ্রহণ করেন। টাইসন ফের বক্সিং শুরু করবেন বলেন জানা যায়। আগামী ২৮ নভেম্বর রায় জনসনের সঙ্গে তাঁর শো অনুষ্ঠিত হবে। আরেক সঙ্গী আমের আবদুল্লাহ মাহসারি জর্দান বংশোদ্ভূত বিশ্বসেরা কিকবস্কার।
সূত্র : আলজাজিরা ডটনেট
Praying side by side with my brothers @MikeTyson & @TeamAbdallah #muslimbrothers #alhamdulillah pic.twitter.com/RpdXCfYWme
— Badou Jack (@BadouJack) August 23, 2020
সূত্র: কালের কন্ঠ