লালগ্রহ অর্থাৎ মঙ্গলে নাকি মিলেছে মানুষের ঊরুর হাড়। আমেরিকার গবেষণা সংস্থা NASA এই ছবি প্রকাশ করেছে। এরপরই জল্পনা তুঙ্গে উঠেছে, তাহলে কি মঙ্গলগ্রহে ভিনগ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েনদের বসতি ছিল? মানুষের থেকেও উন্নত কোনও জীব কি এখানে থাকত? এই সব প্রশ্নই মাথাচারা দিতে শুরু করেছে বিজ্ঞানী তথা পৃথিবীবাসীর মনে। উল্লেখ্য, 2014 সালে কিউরিওসিটি নামের একটি রোভার মঙ্গল গ্রহে পাঠান আমেরিকান জ্যোতির্বিজ্ঞানীরা। লাল গ্রহের বুকে বিশাল এলাকাজুড়ে ঘুরে বেড়িয়ে বিভিন্ন ছবি পাঠিয়ে চলেছে এই রোভার কিউরিওসিটি। গত মাসের শেষ সপ্তাহে কিউরিওসিটি রোভার একটি ছবি পাঠায়। সেই ছবিতে মঙ্গলের বুকে বড়সড় একটি হাড় পড়ে থাকতে দেখা যায়।
source: Aajtak Bangla