‘অনুষ্ঠানে’ যেতে কেন বারবার বাধার মুখে নারী তারকারা?

মেহজাবীন চৌধুরী, পরীমনি ও অপু বিশ্বাস

ছবির উৎস, অনিন্দ্য মামুন/সৈয়দ মেহরাব হোসেন

ছবির ক্যাপশান, মেহজাবীন চৌধুরী, পরীমনি ও অপু বিশ্বাস

‘নারী অভিনেতাদের দিয়ে শোরুম উদ্বোধন করতে না দেয়া এবং নারী ফুটবল দলকে খেলতে না দেয়া এটি পুরোপুরি রাজনৈতিক একটি বিষয়। যদি কেউ মনে করেন এটি বিচ্ছিন্ন ঘটনা তাহলে ভুল। এটি রাজনীতি। নারীদের বিকাশ হতে না দেয়া রাজনীতি বহুবছর ধরে চলে আসছে।’

বিবিসি বাংলাকে এই কথাগুলো বলছিলেন নির্মাতা আশফাক নিপুন।

সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে বাধার মুখোমুখি হচ্ছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। অভিনয়ের বাইরে তারকাদের নানা ধরনের কর্মকাণ্ডে বাধা পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। মূলত ‘তৌহিদী জনতা’ ও ‘ধর্মপ্রাণ মুসুল্লি’র ব্যানারে বাধা দেয়া হচ্ছে তাদের।

এদিকে যেসব অভিযোগ পাওয়া গেছে তার বেশিরভাগই নারী শিল্পীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান বাধা দেয়ার ঘটনার। কোনো পুরুষ শিল্পীর অনুষ্ঠান বন্ধ বা বাধা দেয়ার খবর পাওয়া যায়নি।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...