আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত, ‘আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে’

শেখ হাসিনা

ছবির উৎস, Getty Images

ওবায়দুল কাদের

জুলাই-অগাস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দুইটি পৃথক আবেদনের প্রেক্ষাপটে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আগামী ১৮ নভেম্বরের মাঝে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারির আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া পৃথক আবেদনে সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অন্যতম।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেয়।

পরে ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে ট্রাইব্যুনালের বিচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উল্লেখ্য, এই ট্রাইব্যুনালেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছিলো।

ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে চলতি বছরের পাঁচই অগাস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।

তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এ নিয়ে আরো পড়তে পারেন:

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...