ইসরায়েলি চার নারী সৈন্য মুক্ত, বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি

মুক্তি পাওয়া জিম্মিদের একজন

ছবির উৎস, IDF

ছবির ক্যাপশান, মুক্তি পাওয়া জিম্মিদের একজন

গাজায় হামাসের হাতে থাকা চার ইসরায়েলি নারী সেনা সদস্যকে আজ মুক্তি দেয়া হয়েছে। বিনিময়ে দুশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এ নিয়ে দ্বিতীয় দফায় চার জিম্মিকে মুক্তি দিলো হামাস। ২০২৩ সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা করার পর যাদের জিম্মি করে নিয়ে এসেছিলো তাদের মধ্যে এই চারজনও ছিলো।

তবে বেসামরিক জিম্মি আরবেল ইয়েহুদকে মুক্তি না দেয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল।

এর জবাবে ইসরায়েল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে ফিরতে এখনো অনুমতি না দেয়ার কথা জানিয়েছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...