কনটেন্ট ক্রিয়েটরদের পেশা ও আয় নিয়ে এত বিতর্ক কেন?

কনটেন্ট ক্রিয়েটর রাফসানের তার পরিবারকে গাড়ি উপহার দেয়া নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

ছবির উৎস, Rafsan the ChotoBhai Facebook

ছবির ক্যাপশান, কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের তার পরিবারকে গাড়ি উপহার দেয়া নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

“রাফসান দ্যা ছোটো ভাই তার বাবাকে Audi car গিফট করলো, আর ওই দিকে আমার এক বড় ভাই বাসে করে BSMMU তে যায় Oncology রেসিডেন্সি করতে। আসলে কি ভাই পড়ালেখাটা আমার কাছে এখন overrated লাগে,”– সম্প্রতি তোহার রহমান নামে এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তার ফেসবুক ওয়ালে এমন পোস্ট দেন। এটি ব্যাপক ভাইরাল হয় এবং এক ধরনের বিতর্ক তৈরি করে যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ও চাকরির চেয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সফলতা বেশি কি না।

তার এই পোস্টটি মূলত ইফতেখার রাফসান, যিনি সামাজিক মাধ্যমে রাফসান দ্য ছোটোভাই হিসেবে পরিচিত তাকে নিয়ে। এই ফুডভ্লগার নিজের আয় দিয়ে বাবা-মাকে একটি দামি গাড়ি উপহার দিচ্ছেন এরকম একটি ভিডিও প্রকাশ করেন গত রোববার।

ফেসবুকে সেই ভিডিওটি প্রায় দেড় মিলিয়নবার এবং ইউটিউবে সেটি সাত লাখের বেশিবার দেখা হয়েছে। রয়েছে অজস্র মন্তব্য, যেখানে বেশিরভাগ মানুষ রাফসানের এই কাজের প্রশংসা করেন, বলেন তারাও এখান থেকে অনুপ্রেরণা পাচ্ছেন।

এরপরদিন তোহার রহমানের ঐ পোস্ট। তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি এমবিবিএস সম্পূর্ণ করেছেন। সেই পোস্টের ঘরেও হাজার মন্তব্য।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...